শিমুল ফুলে পাখপাখালি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩০ এএম

শিমুল ফুলে পাখপাখালি শীতের শেষে ফুটতে শুরু করেছে শিমুল। প্রকৃতি সেজেছে রঙিন সাজে। জানান দিচ্ছে, আসছে ঋতুরাজ বসন্ত। শিমুলে রাঙা গাছে বেড়েছে পাখিদের আনাগোনা। ছবিতে বগুড়া শহরের চেলোপাড়া শাহ ফতেহ আলী সেতু এলাকায় শিমুল আর পাখির মিতালি।