শেষ রক্ষা হলো না টাইগারদের

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ০৭:০০ পিএম

প্রাণপণে চেষ্টা করেও সিরিজ বাঁচানোর ম্যাচে জিততে পারেনি টাইগাররা। সৌম্য সরকারের ১৬৯ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর করলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে আটকাতে পারেনি বাংলাদেশ। ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে টাইগারদের হারিয়েছে ৭ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড।


শেষ রক্ষা হলো না টাইগারদের

বুধবার নেলসনের সাক্সটন ওভালে বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুদান্ত শুরু করে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রাবিন্দ্রা। উদ্বোধনী জুটিতে ৭৬ রান করে তারা। পরে হাসান মাহমুদের বলে রিসাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান রাবিন্দ্রা। অন্যদিকে ৮৯ রানের মাথায় ইয়াংকে বোল্ড করে দেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত


শেষ রক্ষা হলো না টাইগারদের

তিন নম্বরে নেমে আরও একটি দুর্দান্ত ইনিংস খেলেন হেনরি নিকোলস। ফিফটি হাঁকানোর পর সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে ফেরেন তিনি। ৯৫ রানের মাথায় শরিফুল ইসলামের শিকার হন এই কিউই ব্যাটার। ছবি: সংগৃহীত


শেষ রক্ষা হলো না টাইগারদের

এরপর অধিনায়ক টম ল্যাথাম ৩২ বলে ৩৪ আর টম ব্লান্ডেল ২০ বলে ২৪ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত


শেষ রক্ষা হলো না টাইগারদের

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এনামুল হক বিজয় আর সৌম্য সরকারের উদ্বোধনী জুটিটা ভাঙে পঞ্চম ওভারে দলীয় ১১ রানেই। অ্যাডাম মিলনের বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়। তবে উইল ও'রউরকের করা ইনিংসের অষ্টম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান সৌম্য। ছবি: সংগৃহীত


শেষ রক্ষা হলো না টাইগারদের

কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা খায় বাংলাদেশ। এবার সৌম্যকে রেখে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।বরাবরের মতো দৃষ্টিকটু আউট শান্ত। ৯ বলে বাংলাদেশ দলপতি করেন ৬ রান। দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন কিউই পেসার ডাফির বলে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই কভার পয়েন্টে উইকেট বিলিয়ে আসেন। ১১ বলে করেন ৬ রান। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত