ভারতের জন্য প্রয়োজন স্থিতিশীল বাংলাদেশ: দ্রৌপদী মুর্মু
নিজেদের স্বার্থেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
পরে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ভারতের রাষ্ট্রপতি কার্যালয় বলে, “রাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বার্থেই প্রয়োজন একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। এবং এই সম্পর্ককে বাড়াতে উভয়পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘অত্যন্ত আন্তরিক’ পরিবেশে ভারতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে।
হাছান মাহমুদ দিল্লিতে সাংবাদিকদের বলেন, “তাকে (রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু) আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি।
তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
“এবং নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি তাকে বলেছি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন- জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন মহিলাকে দেখতে পাই না? দেখতে চাই।
“তিনি সেটার সাথেও ঐকমত্য পোষণ করেছেন। এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সাথে ভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এর আগে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে এই সাক্ষাতে ভাইস-প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।”
রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান হাছান মাহমুদ।