তোমার হাতপাখার শব্দের ভেতর
তোমার হাতপাখার শব্দের ভেতর
আরও কিছুদিন শুনে যাবো আমি
পৃথিবীর হৃৎস্পন্দন,
সেই কোমলতার গহন গভীর পথে
হেঁটে যাবো দূর,বহুদূর।
তোমার নিবিড়তম স্পর্শের মায়ায়
শীতের রুক্ষ উঠোনেও অনায়াসে
নামিয়ে ফেলবো বৃষ্টির ছটা,
হাত ইশারায় থামিয়ে দেবো বর্ষার ট্রেন।
কান্নার শব্দ এই কানে মোটেই মানায় না,
সব অভিমান ধুয়ে দিয়ে বর্ষা বিজন রাতে
আবার মুখোমুখি বসবো দুজন।
তোমার কাছে নতজানু হতে হতে
শুনে যাবো আরও কিছু সমুদ্রের গর্জন।
তোমার নিবিড় মৌণতা গ্রাস করে
টেনে আনবো পুষ্পের দিন,
এইতো আমার ছায়া-
টের পাও, তোমার হাত পাখার শব্দের ভেতর?