তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় রাফাবাসী: জাতিসংঘ

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৩ এএম
ছবি: আল-জাজিরা

তীব্র খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজার দক্ষিণের শহর রাফার বাসিন্দারা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলছে, ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর আল-জাজিরা।

রাফায় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে ওসিএইচএ বলেছে, রাফায় অবিলম্বে ত্রানবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়া উচিত। এখানের মানুষের খদ্যের প্রয়োজন। কারণ রাফাবাসী প্রতিনিয়ত আতঙ্ক এবং তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। তাদের শারীরিক এবং মানিসিক অবস্থার চরম অবনতি হয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক্ষেত্রে মিসর সীমান্ত রাফায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যেহেতু পুরো গাজায় খাদ্য সরবরাহের প্রধান রুট হচ্ছে রাফা তাই সেখানে অবরোধ মানে পুরো গাজা অঞ্চলে খাবারের সংকট তৈরি হওয়া। এক্ষেত্রে খাদ্য সরাবরাহ ট্রাকগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেয়া উচিত বলে মনে করে জাতিসংঘের ওই মানবাধিকার সংস্থা।

রাফায় এমন তীব্র সংকটের মধ্যেও আশদোদ বন্দরে আটার একটি বড় চালান আটকে দিয়েছে তেল আবিব। এতে খাদ্য সংকট আরো তীব্র হচ্ছে। অন্যদিকে গাজার বড় চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে অবরোধের ফলে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেশ কয়েকজন রোগীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেখানে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।