সংঘাতে দক্ষিণ লেবাননে প্রায় ৯০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত: জাতিসংঘ

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৫ এএম
ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ৮৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেছেন। খবর আনাদোলু এজেন্সি।

স্টিফেন ডুজারিক বলেছেন, লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। সরকারের নেতৃত্বে আমাদের এসব কাজ তাদের জন্য পরিপূরক হবে।

সহায়তা খাতগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন- খাদ্য, স্বাস্থ্যসেবা, নগদ সহায়তা, শিক্ষা সহায়তা এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আইনি সুরক্ষা পরিষেবা এবং খাবার পানির মত জরুরি পরিষেবাগুলো জারি রাখতে হবে।

সতর্ক করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়টি এখনো সীমিত রাখা হয়েছে। এই পরিস্থিতি আমাদের সেসব এলাকায় প্রয়োজনীয় সরবরাহের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) বরাতে তিনি আরো বলেন, ইসরায়েল-লেবানন সীমান্তবর্তী এলাকায় অন্তত ৬০ হাজার মানুষ মানবিক মৌলিক চাহিদার ঘাটতিতে পড়েছে।

সংস্থাটির তথ্যমতে, হামাস-ইসরায়েল সংঘারেত পর গত চার মাসে অন্তত ৩৯ জন বেসামরিক বাসিন্দা ইসরায়েলি হামলায় তাদের প্রাণ হারিয়েছেন।