সাভারে তেলবাহী লরির দুর্ঘটনায় ৫ গাড়িতে আগুন, নিহত ১
ঢাকার সাভারের জোরপুল এলাকায় তেলবাহী একটি লরিতে লাগা আগুনে আরো ৫টি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় একজন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
আজ ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ইকবাল নামে একজন মারা গেছেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আরো অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।