সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে বলে জানান আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই মোরশেদুল হক। এর ফলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছেন।
মোরশেদুল হক বলেন, “মঙ্গলবার সকালে হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
“সকালে বাংলাদেশ থেকে ১২জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। তারা বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।”
তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে- সে সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কিছু জানায়নি বলে জানান তিনি।
স্থলপথে ভারতের উত্তরপূর্ব অংশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে সাত-আটশ যাত্রী পারাপার হয়ে থাকেন।