রক্তেভেজা বিজয়ের পঙ্ক্তিমালা

টিবিটি ডেস্ক
হাসান হাফিজ
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪ ১১:০৯ পিএম
হাসান হাফিজ

তোমার তুলনা তুমি স্বাধীনতা

রুখে দাঁড়ানোর শক্তি

জ্বলে উঠবার মতো দুঃসাহস

তন্দ্রা ছিঁড়ে লালবর্ণ জাগরণ 

লড়াই করবার মতো কঠিন প্রত্যয়

জয়ের তৃষ্ণায় তপ্ত

              মৃত্যুপণ শপথে শাণিত

              আকাক্সক্ষার নামই স্বাধীনতা

ভালোবাসবার স্পর্ধা

শৃঙ্খল ভাঙার মতো অগ্নিক্রোধ

আঁধার পাহাড় বিঘ্ন পাথর সরিয়ে

লাঞ্ছনা ও নিপীড়ন বেড়াজাল

         দুমড়ে মুচড়ে

                 ছিঁড়েখুঁড়ে

উড়িয়ে দেবার তেজি দৃঢ়তা অটল

              প্রতিবাদে প্রতিরোধে

                   প্রতিশোধে জিগীষায়

অনন্য সে আগুনের অনির্বাণ শিখা

চিরঞ্জীব জাগরূক সত্তা যে অনড়

               তোমার তুলনা তুমি স্বাধীনতা

মুক্তির দীপিত ছটা অসহ্য সুন্দর

                   আকাশের মত তুমি শাশ্বত মহান

স্বপ্নতোয়া আবেশে আবেগ তুমি

        রক্তফোঁটা চাঁদোয়ার প্রিয় স্বাধীনতা॥

জ্বলো তুমি একাত্তর

সূর্যেরও তিয়াসা আছে। কেমন পিপাসা? 

আকাশপ্রতিম উচ্চ, প্রগলভ্ সে স্বপ্ন ভালোবাসা। 

মানবরক্তের জন্যে সূর্যতৃষ্ণা দুর্নিবার জ্বলে

সেই অগ্নিপিপাসার কথাই তো একাত্তর বলে।

শহিদের রক্তদামে ওই সূর্য অনশ্বর লাল

বিদ্রোহ ও বিস্ফোরণ সর্বপ্লাবী অমিত উত্তাল।

একাত্তর তুমি এক মহাকাব্য ক্ল্যাসিক এপিক

তুমি শিখা অনির্বাণ অপরাস্ত ঐক্যেরও প্রতীক।

একাত্তর জ্বলো তুমি, দুর্বিনীত স্পর্ধা ও সাহস

তুমি স্বাধীনতা সত্তা, নও কারো অধীনস্থ বশ।

একাত্তর পাহাড়ি স্রোতের নদী অস্তিত্বের মূল

শেকড়ের ঋণও তুমি সুরভিত গৌরবের ফুল।


রক্তের সৃজনে ফুলে


নকশিকাঁথার সঙ্গে দিতে পারি তুলনা তোমার

রক্তের জমিনে ফোটে  মহার্ঘ সে স্বাধীনতা ফুল,

সৃজন করতে হয় লাখো লাখো প্রাণের সুতোয়

 মেধা শ্রম সেইসঙ্গে  সম্ভ্রমেরও মূল্য গুনতে হয়

আরো লাগে অনেক বিক্ষোভ ঘূর্ণি, সুদীর্ঘ সময়

তারপর মুক্তি ওড়ে উন্মুক্ত আকাশনীলে পেয়ে যায় ডানা

স্বাধীনতা এমনই উড়ালখুশি, ভেঙে ফ্যালে খণ্ডিত সীমানা

স্বাধীনতা এমনই বহতা নদী, স্রোতে ভাসি চিরঞ্জীব হই

শহীদের আত্মায় নিজেকে দেখা, তাদেরই সৃজিত পথে

পরম্পরা চলেছি বহন করে, আমরা বীরের জাতি

                        স্বার্থে অন্ধ কাপুরুষ কিছুতেই নই।

hhdu1955@gmail.com