রাশিয়ার নির্বাচনে ফের জয়ী হলেন পুতিন
পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনে তার ওপর আস্থা রাখার জন্য রাশিয়ার জনগণকে পুতিন ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার (১৮ মার্চ) পুতিনের ভক্তরা তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় স্বাগত জানিয়েছে। রাশিয়ার নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ফলাফলে পুতিন ৮৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। খবর বিবিসি।
এদিকে পশ্চিমা দেশগুলো নির্বাচন অবাধ হয়নি বলে অভিযোগ করেছে। কিন্তু পুতিন এ অভিযোগ খণ্ডন করে বলেছেন, রাশিয়ার গণতন্ত্র পশ্চিমের অনেক দেশের চেয়ে স্বচ্ছ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার একনায়ক আরেকটি নির্বাচনের ভান করেছেন।
এদিকে নির্বাচনে বিকল্প কোনো গ্রহণযোগ্য প্রার্থী ছিল না বলে দেশটির ভোটারদের একাংশ পুতিনকে পঞ্চমবারের মতো নির্বাচিত করেছে এমন অভিযোগও উঠেছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগও তোলা হয়েছে।