রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি সোমেন দাস।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে একদল লোক তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করে।
বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর প্রথমে হামলা করে। এ সময় নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার ক্যাম্পের সদস্যরা ছুটে আসলে তাদের উপরও হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলায় আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি সোমেন দাস বলেন, ধারণা করা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে আসা সংঘবদ্ধ চক্রের সদস্যরা বাধা পেয়ে এই হামলা চালিয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।