লিখতে পারেন আপনিও
প্রতিনিধি খুঁজছে অনলাইন পোর্টাল টিবিটি
দ্যা বিজনেস টুডে ডট নিউজ (thebusinesstoday.news) এবং টিবিটি নিউজ ডট নেট (tbtnews.net) সিনিয়র সাংবাদিকদের হাতে গড়া একটি অনলাইন সংবাদ মাধ্যমের নাম।
বিশেষায়িত এই নিউজ পোর্টালটি অতি অল্প সময়েই জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছে। এর অন্যতম কারন দ্য বিজনেসটুডে.নিউজ পোর্টালের উদ্যোক্তা দেশের প্রতিষ্ঠিত সাংবাদিক।
বাংলাদেশে এখন প্রায় ১২ কোটি মানুষ সরাসরি ইন্টারনেট ব্যবহার করে। ভারত, আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্য বসাবসরত বাংলাভাষী মিলে বর্তমানে প্রতিদিন গড়ে কয়েক কোটির উপরে পাঠক অনলাইন পত্রিকা পড়েন।
যখন খুশি তখন যে কোন পরিবেশে পড়া যাচ্ছে ডিজিটাল পত্রিকা। এজন্য ডিজিটাল পত্রিকার পাঠক সংখ্যা দিন দিন বাড়ছে। সকল পাঠক ও আগামী তরুন প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এগিয়ে চলেছি। সীমিত সামর্থ্য নিয়ে যাত্রা শুরু করলেও আমাদের রয়েছে বিশ্বজয়ী স্বপ্ন।
আমরা জানি, আমাদের সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের বিশ্বাস, আমাদের তারুণ্যদীপ্ত এ মিছিলে শরীক হবেন দেশ-বিদেশের অগনিত পাঠক, শুভ্যনুধায়ী ও বিজ্ঞাপন দাতা।
- চমৎকার একটি সৃষ্টিশীল ক্যারিয়ার গড়তে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে টিবিটি পরিবার।
বাংলাদেশে সকল বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি নেওয়া শুরু করেছে টিবিটি।
বাংলাদেশের সকল বিশ্বাবদ্যালয়/ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধি নেওয়া হচ্ছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভাই/বোনদের টিবিটি প্রতিনিধি হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
এছাড়াও শিক্ষানবিশ রিপোর্টার/আইটি অফিসার/ডিজিটাল মার্কেটার/মার্কেটিং এক্সিকিউটিভ পদে টিবিটি ঢাকার অফিসে নিয়োগ দেওয়া হবে।
দেশ এবং বিদেশের সকল প্রতিনিধিদের সাধারন রিপোটিংয়ের পাশাপাশি মাল্টিমিডিয়া জার্নালিজমে কাজ করতে হবে। মোবাইল জার্নালিজমে (মোজো) আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আপনি
সৃষ্টিশীল পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হলে নীচের ই-মেইলে ছবি এবং সিভি দ্রুত পাঠিয়ে দিন।
editor.tbtbd@gmail.com
লিখতে পারেন আপনিও
আপনি যেখানে থাকুন না কেন, যে পর্যায়ের মানুষ হোন না কেন, টিবিটি নিউজ পোর্টালে লিখতে পারনে আপনিও।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্যা বিজনেস টুডে ডট নিউজ (thebusinesstoday.news) এবং টিবিটি নিউজ ডট নেট (tbtnews.net) আপনি লিখুন এবং অন্যদের লিখতে অনুপ্রানিত করুন।
আপনার লেখা/ছবি/ভিডিও আজই আমাদের পাঠিয়ে দিন
editor.tbtbd@gmail.com
inbox.tbt@gmail.com
news.tbtbd@gmail.com
- প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
- উপরের মেইলগুলোতে বিষয় উল্লেখ করে আপনার সিভি পাঠিয়ে দিন।
- প্রয়োজনে বিষয় উল্লেখ করে 01534-830-450 নম্বরে ওয়ার্টঅ্যাপ ম্যসেজ করতে পারেন।
- দ্যা বিজনেস টুডে’র নবযাত্রায় আপনাকে অভিনন্দন!
প্রতিক্ষণ টিবিটি পরিবারের সাথেই থাকুন।