অস্ট্রেলিয়ার নেতৃত্বে মার্শ

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪ ১২:৫৪ এএম
মার্শ

অস্ট্রেলিয়ার নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক হওয়া ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার আশা আরও পোক্ত হলো মিচেল মার্শের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্বভার পেয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে। পাশাপাশি এই সিরিজে বিশ্রাম পেয়েছেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

তারা সবাই অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় থাকবেন জোরালভাবেই। আগামী মাসে নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজেও তাদেরকে রাখা হবে।

২০২২ সালের শেষ দিকে অ্যারন ফিঞ্চের অবসরের পর টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত স্থায়ী কাউকে অধিনায়ক করেনি অস্ট্রেলিয়া। গত বছর দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দেন মার্শ। ডিসেম্বরে ভারত সফরে খর্বশক্তির দলের অধিনায়ক ছিলেন ম্যাথু ওয়েড।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের সিরিজটি হবে আগামী ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।