অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো ১ ফেব্রুয়ারি
আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা, বৃত্তি, স্থায়ী বসবাসসহ বিভিন্ন কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেন। এছাড়া শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ থাকায় এবং পড়াশোনার পর পাঁচ বছর পর্যন্ত থাকার ও কাজ করার সুযোগও শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ।
দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিশ্চিত করে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা ও ভব্যিষৎ কর্মজীবনে সফলতা।
বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানাতে আয়োজন করা হয়েছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’।
এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে এ এক্সপোর আয়োজন করেছে। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ এক্সপো চলবে।
এক্সপোতে আগ্রহী যেকোনো শিক্ষার্থী ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিধিনিদের সঙ্গে সরাসরি তাদের কোর্স, স্কলারশিপ, অ্যাডমিশন ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। দিনব্যাপী চলা এ ইভেন্টে আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রোগ্রাম, বিষয় ও টিউশন ফি সম্পর্কিত সব তথ্য পাবে এ এক্সপোতে। এছাড়া শিক্ষার্থীরা বৃত্তি সুবিধার পাশাপাশি, এক্সপো চলাকালীন কোনো ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন।
সবশেষে ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট।
অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন সফল হলে পেয়ে যাবে একটি অ্যাকশন ক্যামেরা। এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সেও থাকছে ২৫ শতাংশ ছাড়।