বলিউড

মৃত্যুর আগে এক বছর কোমায় ছিলেন এই অভিনেতা

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪ ১২:৩৩ এএম
অভিনেতা নীরজ ভোরা

সঞ্জয় দত্ত-ঊর্মিলার ‘দৌড়’ সিনেমাটি হয়তো অনেকেরই দেখা। বেশ কয়েকটি সুপারহিট গান আছে এ সিনেমায়। ঘটনাচক্রে সিনেমায় নায়ক-নায়িকা চলে যায় একটা দ্বীপাঞ্চলে। 

যেখানকার স্থানীয় বাসিন্দাদের দলপ্রধান ‘চাকোজি’। নায়ক-নায়িকার পাশাপাশি ‘দৌড়’ সিনেমায় বিশেষ নজর কেড়েছিল ‘চাকোজি’ চরিত্রটি। এ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নীরজ ভোরা। শাহরুখ খানের ‘বাদশাহ’ সিনেমায় গোয়েন্দা দলের প্রধান ও ‘মন’ ছবিতে আমির খানের বন্ধু চরিত্রে সাড়া ফেলেছিলেন এ অভিনেতা। আজ প্রয়াত এই অভিনেতার জন্মদিন।

শুধু কৌতুক চরিত্রে নয়, নীরজ ভোরাকে বলিউড চেনে পরিচালক, চিত্রনাট্যকার হিসেবেও। জানেন কি, একসময়ের ব্যস্ত অভিনেতা-পরিচালক নীরজ ভোরা মৃত্যুর আগে এক বছর কোমায় ছিলেন?

টানা এক বছর তাঁর চিকিৎসা চলে। তবে শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি গুণী এই অভিনেতাকে।

আলোচিত ‘হেরা ফেরি ৩’-সিনেমার কাজ চলছিল। কিন্তু তার মধ্যেই ঘটে যায় বিপত্তি। হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন ৫৪ বছরের অভিনেতা-পরিচালক। 

একই সঙ্গে হয় ব্রেন স্ট্রোকও। দুটি ধাক্কা সামলাতে পারেনি নীরজের শরীর। কোমায় চলে যান অভিনেতা। ২০১৬ সালের ১৯ অক্টোবরের পর থেকে তাঁর শরীরে আর কোনো সাড়া ছিল না। পরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

গ্ল্যামারের ছটা শুধু তারকার মহিমাই সামনে তুলে ধরে। কিন্তু স্টার তকমার বাইরেও এমন কিছু মানুষ থাকেন, শুধু সিনেমাকে ভালোবেসে যাঁরা কাজ করে যান। এমনই একজন ছিলেন নীরজ। ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘বাদশাহ’, ‘মাস্ত’, ‘রঙ্গিলা’, ‘পুকার’, ‘ধড়কন’, ‘কোম্পানি’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

১৯৯৫ সালে আমির খান অভিনীত ‘রঙ্গিলা’ ছবিতে অভিনয়ের পাশাপাশি তাঁর লেখা সংলাপ মুগ্ধ করে দর্শককে। এরপর ২০০০ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘হেরা ফেরি’ ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। ছবিটির বিভিন্ন সংলাপ, দৃশ্য আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর পরিচালনায় ‘ফির হেরা ফেরি’, ‘খিলাড়ি ৪২০’ বাণিজ্যিকভাবেও বেশ সাফল্য পেয়েছিল। অভিনেতার অসুস্থতার পর ‘হেরা ফেরি থ্রি’র কাজ বন্ধ ছিল।