বেইলি রোডে আগুন

মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের

টিবিটি ডেস্ক
টিবিটি রিপোর্ট
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০১ পিএম

রাজধানীর বেইলি রোডের ভবনে লাগা আগুনে পোড়া মরদেহ বুঝে পেতে শুরু করেছেন স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এসব মরদেহ একে একে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রথমে একটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে স্বজনরা ঢামেক হাসপাতাল ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর আরেক মরদেহ বুঝে নেন স্বজনরা।

প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মরদেহ হস্তান্তর করছে পুলিশ। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে রক্তের সম্পর্ক আছে এমন ব্যক্তি বা নিকটাত্মীয়দের ডাকা হচ্ছে। এরপর তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে মরদেহ বুঝিয়ে দিচ্ছেন দায়িত্বরতরা।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ও জরুরি বিভাগের সামনে মরদেহ বুঝে নিতে স্বজনদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তাদের অনেকেই মরদেহ নিতে অ্যাম্বুলেন্স ভাড়া করে রেখেছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১২ ইউনিট। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহতের তথ্য মিলেছে।