ভেতরে আটকা অসংখ্য যাত্রী
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।
মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।
তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।
চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ওসিএস স্ট্রিট করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে অন্তত আধা ঘণ্টা সময় লাগবে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।