নতুন বই অল্পস্বল্প গল্প
মেলায় নন্দিত কথাসাহিত্যিক খন্দকার আতিক এর যত বই
অমর একুশে বইমেলায় এসেছে এ সময়ের নন্দিত কথাসাহিত্যিক খন্দকার আতিক এর অল্পস্বল্প গল্প।এরমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এই ছোটগল্পের বইটি। ছোটগল্পটি প্রকাশ করেছে গ্রন্থকুটির।
খন্দকার আতিক বলেন, এ ছোটগল্পটি আমার আগের বইগুলোর চেয়ে ব্যাতিক্রম। মেলায় প্রকাশ হওয়ার পর পরই ব্যাপক সাড়া ফেলেছে। পাঠকরা ভালভাবে এই ছোটগল্পটি গ্রহন করেছেন। আশা করি পাঠকের ভালো লাগবে অল্পস্বল্প গল্প।
“ক্যামিলিয়া” নামে আরও একটি নতুন উপন্যাস মেলায় প্রকাশ করার প্রস্তুতি চলছে বলেও জানান নন্দিত এই কথাসাহিত্যিক।
“অল্পস্বল্প গল্প” গ্রন্থকুটিরের স্টলে (স্টল নম্বর ১৮০, ১৮১, ১৮২, ১৮৩) পাওয়া যাচ্ছে।
এছাড়া ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে রকমারিসহ অনলাইন বুকশপগুলো থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন লেখকের নতুন এ উপন্যাসটি।
খন্দকার আতিক এর লেখা “গ্রাজুয়েশন করার পর কী করা উচিত”, “সফলতা পেতে হলে” এবং “প্রথম হতে হলে” নামে মটিভেশনালমূলক এই তিনটি বই ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।বিশেষ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বইগুলো বিশেষ সংগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
“গ্রাজুয়েশন করার পর কী করা উচিত” বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থকুটির-
স্টল নং ১৮০,১৮১,১৮২,১৮৩
“সফলতা পেতে হলে পাওয়া” যাচ্ছে কারুবাক প্রকাশনীর ৪৩৩ নং স্টলে।
নন্দিত এই কথাসাহিত্যিক এর আরও পাঠক প্রশংসিত কয়েকটি উপন্যাস-
“নন্দিত আকাঙ্ক্ষা”
“কালের বাতাসে”
এবং “ভূতের দেখা”
পাওয়া যাচ্ছে একশে বই মেলার বটেশ্বর বর্ণন প্রকাশনীর স্টলে।
পাঠকপ্রিয় উপন্যাস “বিশ্বাস” পাবেন মেলার কারুবাক প্রকাশনীর ৪৩৩ নং স্টলে।
উপন্যাস “রাজরুপাই” এবং শিশুতোষ সিরিজ “বাসার সিঁড়িতে ভূত
পাওয়া যাচ্ছে মেলায় উত্তরণ প্রকাশনীর স্টলে।
এছাড়াও লেখকের জনপ্রিয় উপন্যাস
“নন্দিত বা নিন্দিত জোছনা” এবং শিশুতোষ সিরিজ “ভূতের স্কুলে মামা”
মেলার ইউনিভার্সেল একাডেমিতে পাওয়া যাচ্ছে।