কো-অর্ডিনেটর পদে জনবল নিচ্ছে কেটিএস

টিবিটি ডেস্ক
টিবিটি রিপোর্ট
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ ০৪:১৩ এএম

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কেটিএস ডেভেলপমেন্ট লি. তাদের বিভিন্ন প্রকল্পে কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দিচ্ছে। দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। 

কো-অর্ডিনেটর পদের জন্য যোগ্যতা এবং সুযোগ-সুবিধা:  

মাঠ পর্যায়ে মার্কেটিং এবং সেলস এর কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে।তবে অভিজ্ঞতা নেই এমন ছাত্র/ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

নিজ নিজ এলাকায় বসে পার্ট/ফুল টাইম কাজ করতে পারবেন।

স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই ধুমপান/নেশামুক্ত হতে হবে। 

একজন কো-অর্ডিনেটর কেটিএস এর এক/একাধিক প্রকল্পে কাজ করে আয়ের সুযোগ পাবেন। এগুলোর মধ্যে রয়েছে-

KTS স্মার্ট রিকশা : 

দক্ষিন কোরিয়ার কারিগরী সহযোগীতায় এই কোম্পানি অত্যানুধিক প্রযুক্তিতে  শৈল্পিক ও নান্দনিক ডিজাইনের  KTS স্মার্ট রিকশা বাংলাদেশে বাজারে শিগগিরই নিয়ে আসছে।  

KTS এর এই স্মার্ট রিকশা:  

১. প্যাডেল চালিত এবং ২. অটো রিকশা (ইঞ্জিন চালিত)।

বাজারে প্রচলিত রিকশার চেয়ে ৩ গুন বেশি গতি সম্পন্ন এবং আকর্ষনীয় ও ব্যাতিক্রম। 

KTS স্মার্ট প্রাইভেট কার: 

সেকেন্ড হ্যান্ড এই জাপানি টয়োটা গাড়ী বাজারজাত করছে কেটিএস।  

KTS জৈব সার কারখানাঃ

অত্যানুধিক প্রযুক্তিতে উৎপাদিত কেটিএস জৈব সার মানের দিকে থেকে দেশের সেরা, অন্যদিকে দামের দিক থেকে সবচেয়ে কম। দেশব্যাপী ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

KTS জ্বালানি বিহীন জেনারেটর:  

দক্ষিন কোরিয়ার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ এবং বিশ্বে এই প্রথম জ্বালানি বিহীন জেনারেটর মার্কেটে নিয়ে আসছে KTS Development Limited। বাংলাদেশে মার্কেটে ডিলার নেওয়া হচ্ছে। 

KTS (এফআরপি) FRP® fiberglass reinforced plastic 

এর অর্থ হল ফাইবার গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (fiberglass reinforced plastic।এর সকল পণ্য হবে ১০০ বছরের গ্যারান্টি যুক্ত।এই প্রযুক্তিতে উৎপাদিত পণ্য আগুনে পুড়বে না, ভাঙবে না এবং কখনো রং নষ্ট হবে না।

বাংলাদেশে প্রথম কেটিএস এফআরপি প্রযুক্তিতে উৎপাদন করতে যাচ্ছে-রিক্সার বডি, পাইপ, টেবিল, চেয়ার, আলমারি, শোকেচ, বিভিন্ন ধরনের ফার্নিচার, সোফা, ঢেউটিন, পানির ট্যাংক ইত্যাদি।

দেশব্যাপী ডিলার নিয়োগ নেওয়া হচ্ছে।

কেটিএস মিট প্রসেসিং এর জন্য প্রতিদিন দেড়শত গরুর চাহিদা রয়েছে।

এছাড়াও কেটিএস এগ্রো ফার্ম এর পাশাপাশি দক্ষিন কোরিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দক্ষিন কোরিয়ার কসমেটিকস, ফুড এ্যান্ড বেভারেজ কারকানা, কেটিএস সোলার পাও্রয়ার প্লান্ট কেটিএস গোল্ড রিফাইডিং কারখানা এবং রিসোর্ট প্রকল্পের কাজ চলছে। 

একজন কো-অর্ডিনেটর উপরের এক/একাধিক প্রকল্পে কাজ করতে পারবেন।

সম্মানী: 

একজন কো-অর্ডিনেটরকে আকর্ষনীয় কমিশনে সম্মানী প্রদান করা হবে। বেতনের চেয়ে শতগুন বেশি আয়ের সুযোগ থাকায় কোম্পানি কমিশন সিস্টেমের সুযোগ করে দিয়েছে। 

শুভ সংবাদ হচ্ছে, কেটিএসের চলমান প্রকল্পে যে সকল কো-অর্ডিনেটরগণ কাজ করবেন তাদের কাজের পর্যালোচনা করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোম্পানিতে উচ্চপদে দায়িত্বপালনসহ কোম্পানির শেয়ার মালিকানার সুযোগ করে দেবে কেটিএস। 

ভিসা এজেন্ট: 

দক্ষিন কোরিয়ায় জনশক্তি রফতানির অংশ হিসেবে দেশব্যাপী ভিসা এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা দ্রুত যোগযোগ করতে পারেন।

কেটিএস কো-অর্ডিনেটদের এই ভিসা প্রকল্প নিয়েও কাজের সুযোগ পাবেন। 

যেভাবে আবেদন/যোগাযোগ করবেন-

01534-830-450 এই ওয়ার্টঅ্যাপ নম্বরে। আপনার পরিচয় দিয়ে ম্যসেজ/এসএমএস করলে যোগাযোগ করা হবে।তাছাড়াও এই ইমেইলে inbox.tbt@gmail.com যোগাযোগ করতে পারেন। 

এছাড়াও সরাসরি কোম্পানির অফিসে এসে যোগাযোগ করতে পারেন। অফিসের ঠিকানা: কেটিএস ডেভেলপমেন্ট লি., কাজী টাওয়ার, ফ্লাট নম্বর: ৬/বি. ক-৫৭/১ কুড়িল চৌরাস্তা, ঢাকা-১২২৯। 

আবেদন/যোগাযোগ করার সময় KTS মিডিয়া পার্টনার দেশের অন্যতম বিজনেস স্পেশালাইজড নিউজ পোর্টাল দ্যা বিজনেস টুডে।www.tbtnews.net, www.thebusinesstoday.news এর এই নিউজ রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে।