কাব্যকথা সাহিত্য সভা অনুষ্ঠিত
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীণ প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) ঢাকার মৌচাকের সেন্টার পয়েন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৯৫তম কাব্যকথা সাহিত্য সভা ও ইফতার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি কবি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফীর উপস্থাপনায় ছিল সাহিত্যের আলোচনা-কবিতা-ছড়া-পুঁথিপাঠ ও মোনাজাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার কবি মো. মেহেবুব হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি আ.ফ.ম আফজাল হাসান। ধর্মীয় বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি মুনীরুল ইসলাম।
সংগীত পরিবেশন করেন রহিমা আক্তার নীপা, কাব্যকথা সাহিত্য পরিষদ র্পতুগাল শাখার সভাপতি শিশুসাহিত্যকি শওকত হোসেন লিটু।
অনুষ্ঠানে কবি আ.ফ.ম আফজাল হাসানের কাব্যগ্রন্থ কবিতার ভেজা চোখ’ এর পাঠ উম্মোচন করা হয় এবং প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে কবি-লেখক ও কণ্ঠশিল্পীদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
সব শেষে ইফতার ভোজনের মাধ্যমে শেষ হয় ৯৫তম কাব্যকথা সাহিত্য সভা।