জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের করের বোঝা কমছে

টিবিটি ডেস্ক
টিবিটি রিপোর্ট
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪ ১০:১৭ পিএম

জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পাওয়া মূলধনি আয়ের ওপর করের বোঝা কমাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরে জমি অধিগ্রহণে কেটে নেয়া উৎসে কর’ই চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে। এ সংক্রান্ত একটি এস.আর.ও জারি করতে যাচ্ছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। 

নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী উৎসে কর কেটে নেয়ার পরও তাদের আবার মূলধনী আয়ের ওপর ন্যূনতম কর দিতে হতো। তবে এখন থেকে কেটে নেয়া উৎসে করেই চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে ওই অর্থের ওপর ন্যূনতম কর দিতে হবে না।

আয়কর আইন ২০২৩ এর ১১১ ধারা অনুযায়ী, জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার সম্পত্তির ক্ষেত্রে ৬ শতাংশ হারে উৎসে কর কেটে নেয়া হয় এবং এর বাইরের এলাকার ক্ষেত্রে ৩ শতাংশ হারে উৎসে কর কেটে নেয়া হয়।

 তবে আইনের ১৬৩ ধারা অনুযায়ী উৎসে কর কেটে নেওয়ার পরেও আবার ন্যূনতম কর পরিশোধ করতে হবে মূলধনি আয়ের উপর।