জাতিসংঘে প্রস্তাব পাসের পরও গাজায় ইসরাইলের বিমান হামলা

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ ১২:৪৯ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পরও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। অথচ এই প্রস্তাবে দ্রুতই গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধের কথা বলা হয়েছে।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলেছে, ইসরাইল মঙ্গলবার গাজার বেশ কয়েকটি এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনারা আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষের সমাবেশে আঘাত হানে। এতে অন্তত ১৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী এবং কয়েকটি শিশু রয়েছে।

রাফাহ শহরের উত্তরে মোসবে এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরাইলি সেনারা হামলা চালায়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। ইসরাইলের হামলার অব্যাহত থাকার কারণে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অনুসারে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এর আগে, গতকাল ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো এ প্রস্তাবকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরাইল। পার্সটুডে