ইউনিপের ২৬৫ কোটি টাকা বাজেয়াপ্তই থাকবে
মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ-র ২৬৫ কোটি টাকা সরকারের কোষাগারে জমা রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (৫ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে কয়েকজন ভুক্তভোগীর করা মামলায় ইউনিপের টাকা অবমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায় বাতিল করে দিয়ে ২৬৫ কোটি টাকা সরকারের কোষাগারে জমা রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এ বিষয়ে আইনজীবী খুরশিদ আলম বলেন, 'ইউনিপের ২৬৫ কোটি টাকা সরকারের কোষাগারেই জব্দ থাকবে। পূর্ণাঙ্গ রায় পেলে বিস্তারিত জানা যাবে।'