ইতা‌লি দূতাবাসের দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ ০১:৫৩ এএম

ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে ঢাকার ইতা‌লি দূতাবাস। সে লক্ষ্যে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে দূতাবাস।

বুধবার (২৭ মার্চ) ঢাকায় ইতা‌লি দূতাবাস এক নো‌টি‌শে এ তথ্য জানায়।

নো‌টি‌শে জানানো হয়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট ভিসা) অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন।  

এই ভিসার জন‌্য বুকিং স্লট নি‌তে কো‌নো চার্জ লাগ‌বে না বলেও জানানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তা‌দের ও‌য়েবসাই‌টে এক বিজ্ঞপ্তিতে জানায়, ইতা‌লি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি নি‌য়ে কাজ কর‌ছে। এ পদ্ধ‌তি‌তে জরুরি প্রয়োজনে সমস্ত আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে।

নতুন পদ্ধ‌তি বা নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর এবং সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিষ‌য়টি বিজ্ঞাপ‌নের মাধ্যমে জানানো হ‌বে।

উল্লেখ্য,  ইতা‌লি গম‌নেচ্ছু বাংলা‌দে‌শিদের ভিসা পাওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসে পাসপোর্ট জমা দিতে হয়।