ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদে নতুন ডিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অনুষদে ডিন পদে পরিবর্তন করা হয়েছে। কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আইন অনুষদে খন্দকার তৌহিদুল আনাম (তমাল) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কলা অনুষদের সদ্য সাবেক ডিন আরবি বিভাগের মাহফুজুর রহমান অবসরোত্তর ছুটিতে যাবেন। তাই সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. এমতাজ হোসেনকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ডিন হিসেবে একই বিভাগের ড. তৌহিদুল আনামকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কলা অনুষদের নতুন ডিন ড. এমতাজ হোসেন বলেন, দায়িত্বগ্রহণ করেছি। দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এ ক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।