ইরানি হামলার ভয়ে দূতাবাস খালি করছে ইসরাইল
ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইসরাইল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত তার রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে বলে জানিয়েছে হিব্রু-ভাষার কয়েকটি পত্রিকা।
এসব গণমাধ্যমে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরাইলি বিমান হামলার ব্যাপারে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে তেল আবিব এ ব্যবস্থা নিয়েছে।
হিব্রু দৈনিক ইয়াদিওথ আহারোনোথ জানিয়েছে, ইসরাইল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে রয়েছে, বাহরাইন, মিশর, জর্দান, মরক্কো ও তুরস্ক।
ইসরাইলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকার ইতালি ব্লুমেন্তাল এক এক্স পোস্টে লিখেছেন, ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। [ইসরাইলি গোয়েন্দা সংস্থা] শিন বেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো খালি করে ফেলা হয়েছে। কিছু মিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে এবং এই মুহূর্তে এসব মিশনকে কোনো অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে।
গত সোমবার ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। হামলায় পাঁচতলা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দু’জন পদস্থ সেনা কর্মকর্তাসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ ইসরাইলকে শাস্তি দেবে এবং সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের হত্যা করার জন্য তেল আবিবকে অনুতপ্ত হতে হবে। পার্সটুডে