গাজায় যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি
আসন্ন রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে হামাস এবং ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো। তবে এখনো এই আলোচনার কোনো সুরাহা করতে পারেনি তারা।
ফিলিস্তিনের ওই অঞ্চলটিতে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি।
বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রমজানের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও গাজা ইস্যুতে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি মধ্যস্থতাকারী দেশগুলো।
যুদ্ধবিরতির এ জোর প্রচেষ্টার মধ্যেও থেমে নেই ইসরায়েলের হামলা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন অঞ্চলে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন ৯৭ ফিলিস্তিনি।
পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় অবরুদ্ধ উপত্যকাটির বেশির ভাগ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে ভয়ংকর মানবিক বিপর্যয়। জ্বালানি ও বিদ্যুতের অভাবে হাসপাতালে মিলছে না চিকিৎসা সেবা।
এতে প্রাণ হারাচ্ছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রের শিশুরা। এছাড়া গাজার উত্তরাঞ্চলে তেল আবিবের হামলা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে এপি।
এক্ষেত্রে গাজায় আরো মানবিক সহায়তার প্রয়োজন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমাদের অবশ্যই গাজায় আরো সাহায্য পাঠাতে হবে। এখানে কোনো অজুহাত চলবে না।
ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় না হওয়ায় গাজায় ত্রাণ পাঠাতে বাধার সম্মুখীন হচ্ছে তারা। এছাড়া গাজার অধিকাংশ অঞ্চলে ইসরায়েলি হামলার ফলে ত্রাণবাহি ট্রাক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।