আবাসন সংকট
ফের আন্দোলনে ঢাবির মৈত্রী হলের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের দীর্ঘদিনের আবাসন সংকটের স্থায়ী সমাধানে ফের আন্দোলনে নেমেছেন হলের শতাধিক শিক্ষার্থী। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ ও হাউস টিউটরদের কক্ষে তালা লাগিয়ে দেন বলেও জানা যায়।
তবে আন্দোলনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যেন জানতে না পারেন সেজন্য হলের মূল গেটে তালা দিয়ে সাংবাদিকদের প্রবেশে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন বাধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে হলের ভেতরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত ৯টার দিকে বঙ্গমাতা ও মৈত্রী হলের বাইরের মূল গেটের ভেতরে ও হল গেটের বাইরের রাস্তায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।