"ফাল্গুনী শুভেচ্ছা" -১৪৩০

টিবিটি ডেস্ক
এ্যানা সাইমুম রীমা
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:২৩ এএম

"ফাল্গুনী শুভেচ্ছা" -১৪৩০


শীতের  আড়মোড়া ভেঙে প্রকৃতি ধরনীতে তারুণ্য

চঞ্চলতা নিয়ে এসেছে, কমলা রং এর এক চঞ্চলতা। কাব্যিক সৌন্দর্যে চক্রান্ত করে আমাদের ধরা হলুদ  রঙের ক্যানভাসে পরিণত হয়েছে,হলুদ রঙের ক্যানভাসে।

দক্ষিনা মৃদু বাতাসে ঝিরিঝিরি শীতলতা মনে হচ্ছে প্রকৃতি গভীর অলসতা থেকে জেগে উঠছে তার আপনসুর

জানালা খুলতেই দক্ষিণা সমীরনের সাথে মিষ্টিমুখর

বসন্তের আমেজ,গাছে গাছে  পুরানো পাতা ঝরা শুরু করেছে। বেলকনি দিয়ে ঝিরিঝিরি মৃদুমন্দ বাতাসে আমার দরজায় বসন্তের কোকিলের আনাগোনা। বাহারি ফুলে ফুলে বন ডুবে গেছে।ঋতুরাজ ধরা'য় সৌন্দর্যের ডালি নিয়ে এসেছে, দক্ষিণা মলয় জানান দিচ্ছে প্রকৃতিতে কমলা রঙের বসন্ত এসেছে।

"শীতের অলস বেলা পাতা ঝরার খেলা

ফাগুনে পরে সাজ ফুল-বধূর॥"

তাইতো কবি কাজী নজরুল ইসলামের কবিতার ছন্দে ছন্দে  প্রকৃতি আজ নববধূরুপে সেজেছে।গাছে গাছে ফুলের সমারোহ, পলাশ,ডালিয়া, গাঁদা আর আমার প্রিয় জারবেরা। পাখিদের কুহু কুহু তানে দক্ষিণা সমীরণে ঝিরিঝিরি মিষ্টি আলোড়নে প্রকৃতি যুগল-যুগলীর মনে আন্দোলিত করে তুলছে,বাসন্তী আন্দোলন।

মাদের আরও অনেক বসন্ত পেতে হবে

অনেক বসন্ত
কমলা রঙের বসন্ত
ম্যাজেন্ট রঙ্গের বসন্ত
হলুদ রঙের বসন্ত
ফাগুনের রঙে
যুগান্তকারী বসন্ত
আরো এক হাজার যুগান্তকারী বসন্ত।