এক মাছের দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা

টিবিটি ডেস্ক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৪৭ এএম
সুন্দরবনের মালঞ্চ নদীর ফি‌রি‌ঙ্গি খা‌লে গত শনিবার রাতে শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে

সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের জাভা ভোল মাছ। এটির দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা। গতকাল রোববার সন্ধ্যায় মাছটি নিয়ে লোকালয়ে আসেন জেলেরা।

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস সালাম বলেন, সুন্দরবনের মালঞ্চ নদীর ফি‌রি‌ঙ্গি খা‌লে গত শনিবার রাতে একই গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি গতকাল সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।

শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

মাছটির এত দামের কারণ জানতে চাইলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় এর দাম এত বেশি। এই মাছের পটকা থেকে ওষুধ বানানো হয়। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই মাছ কিনে নেয়।

জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা আছে।