তাপমাত্রা আরও কমতে পারে
দুপুরেও কুয়াশাচ্ছন্ন ঢাকা
গত বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ায় আকাশ বেশ পরিষ্কার হয়ে উঠেছিল। শুক্রবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা যেমন অনেকখানি কেটে গিয়েছিল, সূর্য ওঠায় তাপমাত্রা বাড়তে শুরু হয়েছিল।
কনকনে ঠান্ডা বাতাসও কমে এসেছিল। কিন্তু শনিবার রাত থেকে আবারও বইতে শুরু করেছে কনকনে বাতাস। রবিবার (২১ জানুয়ারি) দুপুরেও ঢাকাসহ দেশের অনেক এলাকায় কুয়াশায় ঢাকা ছিল। এতে তাপমাত্রা আবার নেমে যাচ্ছে। শীতের তীব্রতা আজ রাতে আরও কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
এদিকে কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১১ ডিগ্রির নিচে আছে ১৮টি অঞ্চল।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী, পাবনার ঈশ্বরদী এবং নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি; কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮; পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কিশোরগঞ্জের নিকলীতে ১০; চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭; নীলফামারীর ডিমলা, দিনাজপুর ও সিরাজগঞ্জের তাড়াশে ১১; নীলফামারীর সৈয়দপুরে ১১ দশমিক ২; কুষ্টিয়ার কুমারখালী ও সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩; রংপুর, বগুড়া ও টাঙ্গাইলে ১১ দশমিক ৪; যশোরে ১১ দশমিক ৬ এবং গোপালগঞ্জে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।