দুই ট্রেনে র‍্যাবের তল্লাশি

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ এএম

নাশকতা প্রতিরোধে দুটি ট্রেনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-৩। এসময় কর্ণফুলী ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দুটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।

rab-20231225120339.jpg

তিনি জানান, সোমবার র‍্যাব-৩ এর একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশনে নাশকতা প্রতিরোধে কর্ণফুলী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদেরও তল্লাশি করা হয়।