ডিপিএলে খেলবেন সাকিব
বিপিএলের পর শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে আসন্ন সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন।
তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামালের হয়ে ঠিকই খেলবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সিরিজ এড়িয়ে গেলেও ক্লাব সূত্রে জানা গেছে, ডিপিএলে খেলার জন্য সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
ডিপিএল শুরু হবে ৯ মার্চ। একই সময়ে চলবে শ্রীলঙ্কা সিরিজ। চোখের সমস্যায় ডিপিএলে তার অংশগ্রহণ নিয়ে সংশয় একটা আছে। তার পরেও যতটুকু জানা গেছে, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে ঘরোয়া ক্রিকেট দিয়ে নিজেকে দেখে নিতে চান। সেখানে হয়তো কয়েকটা ম্যাচ খেলতে পারেন তিনি।
চলমান বিপিএলে অবশ্য শুরুর দিকে রান খরায় ভুগতে দেখা গেছে তাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে রানে ফিরছেন তিনি। বিপিএলের পর হয়তো চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।