‘বিনিয়োগ বাড়াতে আগামী ৫০ বছর বাংলাদেশের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’
‘আমরা আগামী পঞ্চাশ বছর এবং তার পরেও অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’—প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাতের পর ফেসবুকে দেয়া এক পোস্টে এ বার্তা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপদেষ্টার বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে। জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবেলায় ৮ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কীভাবে সহযোগিতা করছে তা জানতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।
এতে আরো বলা হয়, আমরা আগামী পঞ্চাশ বছর এবং তার পরেও অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
মার্কিন প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় এসেছিল। প্রতিনিধি দলে ছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল এলিন লাউবাকের।
ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।