বিজয়ের গান
চারদিক থেকে রুদ্ধ দুয়ার পড়ে থাকে মন বন্দী
তবু কানে বাজে শুধু বিজয়ের গান
মানুষ কি আর দাসত্ব মানে হোক না যতই ফন্দি
স্বাধীনতা চাই- প্রয়োজনে দেবে প্রাণ
বিপন্ন দিন ধেয়ে আসে যত নিয়ে আসে সাথে মুক্তি
তাই, দুর্ভাবনার দুয়ারটা হোক রুদ্ধ
কত নদী জল অতলে হারায় সে এক অমোঘ চুক্তি
শত সংগ্রামে জীবনাটা যার শুদ্ধ
তার পথ রেখা টানছে সামনে আশা জাগানিয়া মন
কোটি জনতার স্বপ্নীল চোখ জাগ্রত সারাক্ষণ
আঁধার কাটবে আলোর প্লাবনে পালাবে এ ঘোর সন্ধ্যা
ভয় কি বন্ধু দৃপ্ত পায়ে নির্ভয়ে পথ চল
সবুজের ভীড়ে পৃথিবীটা আজো হয়নি এতটা বন্ধ্যা
বজ্র কণ্ঠে আজকে কেবলই বিজয়ের কথা বল।