অগ্রিম অর্ডার দুই লাখের কম

অ্যাপলের ভিশন প্রো আসছে

টিবিটি ডেস্ক
সাবা নেওয়াজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪ ০১:৪০ এএম

প্রি-অর্ডার ইনভেন্টরি এবং শিপিং সময়ের ওপর ভিত্তি করে, গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করতে পেরেছে বলে উঠে এসেছে আর্থিক পরিষেবা কোম্পানি টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও’র গণনায়।

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘ভিশন প্রো’র আগাম বিক্রি শুরু করেলেও প্রি অর্ডারের অনুমান হিসেবে সেটি চলছে কিছুটা ধীর গতিতে। 

এর আগে প্রাথমিক উন্মোচন লক্ষ্য করে, ৬০ থেকে ৮০ হাজার ইউনিট উৎপাদনের পরিসংখ্যান দিয়েছিলেন কুও। এটি সে সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। ভিশন প্রো’র সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ২ ফেব্রুয়ারি থেকে।

তবে, প্রি-অর্ডার শুরু হওয়ার পরপরই ভিশন প্রো বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। 

এটি ইতিবাচক খবরের মতো শোনালেও, প্রথম ৪৮ ঘন্টার মধ্যে শিপিংয়ের সময় অপরিবর্তিত থাকা ইঙ্গিত দেয় যে নিয়মিত ব্যবহারকারী এবং হার্ডকোর ভক্তদের প্রি-অর্ডার করার পরেই চাহিদা কমার সম্ভাবনা রয়েছে – উল্লেখ করেন কুও।

এর বিপরীতে, আইফোন অর্ডারের ক্ষেত্রে সাধারণত ‘প্রি অর্ডার শুরু হওয়ার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিপিংয়ের সময় বাড়তে দেখা যায়।’

তবে, ইউটিউব নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো কিছু মূলধারার অ্যাপের অভাব থাকায় এখনই সম্ভবত সাধারণ গ্রাহকরা এতে আগ্রহ পাবেন না। এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে, ডিভাইসটির সাড়ে তিন হাজার ডলারের মূল্য অনেকটা ‘চোখে জল আনার মতো।’

তবে, অ্যাপল দেড় থেকে আড়াই হাজার ডলার মূল্যের একটি সস্তা মডেল বাজারে আনতে পারে বলে এর আগে প্রতিবেদন করেছিলেন বাণিজ্য বিষয়ক সংবাদ সাইট ব্লুমবার্গের সংবাদদাতা মার্ক গারম্যান।

কুও আরো উল্লেখ করেছেন, ডিভাইসটি তার প্রাথমিক পরিসংখ্যানের ভিত্তিতে বিক্রি হয়ে গেলেও, এটি অ্যাপলের ১২০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাত্র দশমিক ০১৫ শতাংশ। এর মানে হচ্ছে, এটি সম্ভবত অ্যাপলের তৈরি ‘বিশেষ পণ্য’ হিসেবেই থাকবে।

বিশ্বজুড়ে উন্মোচনের আগে ডিভাইসটির চাহিদা ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে এই টেক জায়ান্টকে। আগামী জুনে অ্যাপলের নিজস্ব প্রযুক্তি বিষয়ক সন্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে’ এ উন্মোচন হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।