আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

টিবিটি ডেস্ক
টিবিটি রিপোর্ট
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০২ এএম

শীতের দাপট কমে আসছে। বেলা একটু বাড়তেই রোদের তাপ টের পাওয়া যায়। আবহাওয়া অফিসও জানাল, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।

আজ রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে, দিনে ও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার শৈত্যপ্রবাহের আভাস নেই। আবহাওয়া প্রায় একই রকম থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।