২৬ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭৭ কোটি ডলার

টিবিটি ডেস্ক
টিবিটি রিপোর্ট
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪ ১১:৪৯ এএম

জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ তারা গড়ে দৈনিক ৭ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন

রবিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। আর পুরো ২০২৩ সালে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। 

যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বা ২ দশমিক ৮৭ শতাংশ বেশি। ২০২২ সালে তারা পাঠিয়েছিলেন ২ হাজার ১২৯ কোটি (২১ দশমিক ২৯ বিলিয়ন) ডলার।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২ বিলিয়ন ডলার কমে গেছে।

৩১ ডিসেম্বর রিজার্ভ ছিল ২৭ বিলিয়ন ডলারের একটু বেশি। চলতি বছরের ২৪ জানুয়ারি এটি কমে দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারের ঘরে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫২৩ কোটি (২৫ দশমিক ২৩ বিলিয়ন) ডলারে। 

অবশ্য আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ২ কোটি ডলার বা ২০ দশমিক ০২ বিলিয়ন ডলার।